ফেনীতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে ২২০০ আনসার
ফেনীর বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনা রক্ষা এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে ২২০৫ আনসার সদস্য।
জেলা আনসার ও ভিডিপি সূত্রে জানা গেছে, সরকারের নির্দেশনা মোতাবেক ব্যাটালিয়ন সদর দপ্তরের নির্দেশনায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে সারাদেশের ন্যায় ফেনীর বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের সব ওয়ার্ডে দলভুক্ত করে আনসার সদস্যদের নিয়ে টিম গঠন করা হয়েছে। এক একটি টিমকে পৃথক দায়িত্ব দেওয়া হয়েছে।

ফেনী জেলা আনসার কমান্ড্যন্ট মো. হেলাল উদ্দীন জানান, সরকারের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত থানায় ১৫ জন করে আনসার সদস্য এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে জেলার ৪৪১ ওয়ার্ডে দুই হাজার ২০৫ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবে।
আবদুল্লাহ আল-মামুন/এএইচ/জিকেএস