মেহেরপুরে আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১১ পিএম, ২৯ এপ্রিল ২০১৬

নৃত্যের তালে তালে নব আনন্দ জাগে প্রাণে- এ স্লোগানকে সামনে রেখে মেহেরপুরে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নৃত্য দিবস। শুক্রবার রাত ৮টায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি নূরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ।

নৃত্য প্রশিক্ষক সাব্বির হোসেন সোহাগের পরিচালনায় এবং ফাতেমা ফারজানা নির্জনা ও পারমিতা ভট্টাচার্য পূজার উপস্থাপনায় অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন হৃদিতা, মালিহা, রুহি, মিতু, মায়াবী, পূর্ণিমা, অমৃতা, জ্যোতি, শান্ত, পলাশী প্রমুখ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি মোমিনুল হক, সাবেক সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক সাইদুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াদুদ, মেহেরপুর জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, ফ্রেন্ডস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক হাসানুজ্জামান মালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, জেলা শিল্পকলা একাডেমির সদস্য নিশান সাবের প্রমুখ।

আতিকুর রহমান টিটু/এনএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।