শরীয়তপুরে এসপি ও ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ


প্রকাশিত: ০৬:০৬ এএম, ৩০ এপ্রিল ২০১৬

শরীয়তপুরে এসপি (গোসাইরহাট সার্কেল) সুমন দেব ও গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোফাজ্জল হোসেন এর বিরুদ্ধে নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দ মনিরুজ্জামান (বসির)। শনিবার সকাল ৯ টায় কোদালপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনের মাঠে এক সংবাদ সম্মেলনে লিখিতভাবে এই অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে বসির বলেন, এসপি গোসাইরহাট সার্কেল সুমন দেব ও গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন নির্বাচনের প্রচারণা শুরুর আগ মুহূর্ত থেকে পক্ষপাতিত্বমূলক আচরণ করেছেন।তাদের পক্ষপাতিত্বমূলক আচরণের কারণে স্বতন্ত্র প্রার্থী (আনারস) এস এম মিজানুর রহমান জাল ভোটের উৎসব পালন করেন নির্বাচনের দিন।

অন্যদিকে, আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধর করা হয়। শুধু তাই নয় জাল ভোট দিয়ে ক্ষান্ত হয়নি এসএম মিজানুর রহমান। এসপি গোসাইরহাট সার্কেল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রশ্রয়ে পুলিশের সামনেই আওয়ামী লীগের নির্বাচনী এজেন্টদের বের করে দেয় এবং নেতাকর্মীদের উপর হামলা চালায়। এই সন্ত্রাসী হামলার সংবাদ করতে গিয়ে সাংবাদিকও আহত হন।

সম্মেলনে আরও বলা হয়, এ সকল অভিযোগ করতে গেলে থানায় অভিযোগ নেয়া হয়নি। বরং তার ও তার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়। তিনি গোসাইরহাটের আইন শৃঙ্খলা রক্ষায় দুর্নীতিপরায়ণ এসপি ও গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অপসারণ এবং পুনরায় কোদালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের দাবি জানান।

vot

সংবাদ সম্মেলনে কোদালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম খালাসী, আওয়ামী লীগ নেতা রতন দেওয়ান, দাদন মাল, আব্বাস মাঝি ও মোজাম্মেল হক বলেন, পুলিশ এবং বিজিবির সামনেই স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা আওয়ামী লীগের নির্বাচনী এজেন্টদের বের করে দেয় এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চালায়। নৌকা মার্কার ব্যাচ পড়া দেখলে তাদের ভোট দিতে দেয়নি। এখনো আওয়ামী লীগ নেতাদের উপর হামলা এবং বাড়িতে থাকতে দিচ্ছে না। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানায়।

এ সময় উপস্থিত ছিলেন- কোদালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. খবির উদ্দিন খান, গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহার হোসেন বাচ্চু মোল্লা, শ্রম বিষয়ক সম্পাদক কাঞ্চন সরদার, কোদালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম কাজী, দাদন উকিল, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন অলি মোল্লা, কোদালপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি কাজী আক্তারুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক সুজন দেওয়ান, কোদালপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লুৎফর রহমান তপুসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।  

ছগির হোসেন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।