সুন্দরবনে আগুন লাগার ঘটনায় মামলা
সুন্দরবনে আগুন লাগার ঘটনায় ৬ জনকে আসামি করে শরণখোলা থানায় একটি মামলা দায়ের হয়েছে। পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
১৯২৭ সালের বন আইনের ধারা অনুযায়ী এই মামলাটি দায়ের করা হয়েছে। অগ্নিকাণ্ডে ৫০ হাজার টাকার জ্বালানি কাঠ এবং ২ লাখ টাকার জীব-বৈচিত্র্য ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
এর আগে ২৭ এপ্রিল বুধবার বনের তুলাতলা এলাকায় পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে বলে বন বিভাগের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে শরণখোলা থানায় অভিযোগ দায়ের করা হয়। এ ঘটনার পর সন্দেহভাজন হিসেবে শুক্রবার সন্ধ্যায় শরণখোলা উত্তর রাজাপুর থেকে পুলিশ খলিলুর রহমান হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে।
এছাড়া চলতি মাসের ১৩ ও ১৮ এপ্রিল সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী এলাকায় পৃথক দুটি আগুনের ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে শরণখোলা থানা এবং বন আদালতে মামলা দায়ের করা হয়। যদিও ওই মামলার এজাহারভুক্ত ১১ আসামির কাউকে এখন পর্যন্ত পুলিশ আটক করতে পারেনি।
চলতি এপ্রিল মাসের ১৩, ১৮ ও ২৭ তারিখে চাঁদপাই রেঞ্জ এলাকায়ও তিনদফা আগুন লাগার ঘটনা ঘটে। আগুনের তিনটি ঘটনাকে বনবিভাগ তাদের হেনস্থা করতে দুষ্কৃতিকারী ঘটিয়েছে বলে শরণখোলা থানায় অভিযোগ করে। তবে এর কিছুদিন আগেও গত মার্চ মাসের ২৮ তারিখ আরেক দফা চাঁদপাই রেঞ্জ এলাকায় আগুন লাগে।
শওকত আলী বাবু/এসএস/এমএস/এবিএস