‘চিরতরে ছাত্রলীগ থেকে সম্পর্ক ছিন্ন করলাম’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৯:০৮ এএম, ১৬ আগস্ট ২০২৪
চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম

শেখ হাসিনার দেশত্যাগের পর সারাদেশের ন্যায় চাঁদপুরেও আত্মগোপনে অনেক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। এমন পরিস্থিতিতে চাঁদপুর সরকারি কলেজ (চাঁসক) ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম সিয়াম নিজ ইচ্ছায় পদত্যাগ করেন।

পদত্যাগের আগে তিনি জানান, আর কোনোদিন ছাত্রলীগের সঙ্গে জড়িত হবেন না।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে স্থানীয় গণমাধ্যমের কাছে তার লিখিত একটি বক্তব্য পৌঁছানো হয়।

যাতে সিয়াম বলেন, আমি মো. রিয়াজুল ইসলাম সিয়াম মিজি। গত বছর চাঁদপুর সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর শেষ করেছি। অধ্যয়নরত অবস্থায় চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে ছিলাম।

‘আজ থেকে আমি উক্ত সংগঠনের সব কার্যক্রম থেকে অব্যাহতি নিয়ে এ সংগঠনের সঙ্গে চিরতরে সম্পর্ক ছিন্ন করিলাম। আমি অঙ্গীকার করছি যে, আজ থেকে আর কোনোদিন উক্ত সংগঠনের সঙ্গে জড়িত হবো না। আমি শিক্ষার জন্য বিদেশ চলে যাবো। চিরতরে এই সংগঠন থেকে আমার সম্পর্ক ছিন্ন করলাম।’

শরীফুল ইসলাম/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।