ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০১:০৭ পিএম, ১৬ আগস্ট ২০২৪
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শুক্রবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রাজাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, হবিগঞ্জের মাধবপুর থেকে ছেড়ে আসা বাসটি ব্রাহ্মণবাড়িয়া সদরের উদ্দেশ্যে ছেড়ে যায়।। পথিমধ্যে সরাইলের রাজাবাড়িয়া নামক এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আনুমানিক ৩৫ বছরের এক নারী নিহত হন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আবুল হাসনাত মো. রাফি/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।