ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি বিজন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ১৬ আগস্ট ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি পদে উপ-নির্বাচনে জয়লাভ করেছেন সাংবাদিক জাবেদ রহিম বিজন। শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে এ ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ। এর আগে সকাল ১০টা-১২টা পর্যন্ত ভোটগ্রহণ প্রদান করেন প্রেস ক্লাবের ৩৫ সদস্য।

প্রেস ক্লাব সূত্রে জানায়, ২০২৩ সালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১১ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সভাপতি পদে রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক পদে বাহারুল ইসলাম মোল্লা জয়লাভ করেন। সভাপতি রিয়াজ উদ্দিন জামি ক্যান্সারের আক্রান্ত হয়ে একই বছর ৬ মার্চ ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। জামির মৃত্যুর সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন দায়িত্ব পালন করে আসছিলেন। গত ১০ আগস্ট সভাপতি পদে উপ-নির্বাচনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তা পিছিয়ে শুক্রবার (১৬ আগস্ট) সকালে অনুষ্ঠিত হয়। উপ-নির্বাচনে সভাপতি পদে দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজন ও স্থানীয় দৈনিক তিতাস কণ্ঠের সম্পাদক সৈয়দ মিজানুর রেজা প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ২০ ভোট পেয়ে নির্বাচিত হন জাবেদ রহিম বিজন, আর সৈয়দ মিজানুর রেজা পান ১৫ ভোট।

নবনির্বাচিত সভাপতি জাবেদ রহিম বিজন দৈনিক মানবজমিনের পাশাপাশি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক গতিপথের প্রকাশক। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সদ্য সাবেক সাধারণ সম্পাদক পদে ছিলেন।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।