গাইবান্ধা

আন্দোলনে নিহত ছয় পরিবারকে অর্থ সহায়তা দিলো জামায়াত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৬:৪০ পিএম, ২৩ আগস্ট ২০২৪

গাইবান্ধায় ছাত্র আন্দোলনে নিহত ছয়জনের পরিবারকে আর্থিক সহযোগিতা দিয়েছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার নিহতদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের হাতে এক লাখ টাকা করে তুলে দেন দলটির নেতাকর্মীরা।

এ পরিবারগুলো হলো- নিহত সুজন মিয়া, নাজমুল ইসলাম, সাজ্জাদ হোসেন, জুয়েল মিয়া, শাকিল রহমান ও আরিফুল মিয়ার পরিবার।

এসময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ইউনিট সদস্য ডা. আব্দুর রহিম সরকার, জেলা জামায়াতের ইসলামীর আমির আব্দুল করিম, জেলা নায়েবে আমির আব্দুল ওয়েরিছ , অধ্যাপক মাজেদুর রহমান, জেলা-সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, জেলা শিবিরে সভাপতি ওমর জানি আকন্দসহ অঙ্গ সংগঠনের নেতারা।

এ এইচ শামীম/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।