পুলিশের কাছে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ হস্তান্তর সেনাবাহিনীর

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা)
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ২৫ আগস্ট ২০২৪

সাভারে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন থেকে অস্ত্র ও গোলাবারুদ যাত্রাবাড়ী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হস্তান্তর করা মালামালের মধ্যে ছিল ১০৮টি অস্ত্র ও ৯৫৩৭ গোলাবারুদ।

রোববার (২৫ আগস্ট) দুপুরে নবম পদাতিক ডিভিশনের পক্ষ থেকে মেজর মো. নাজমুস সাদাত সৌম্য এবং মেজর এ আর এম মেহরাব ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামানের কাছে এসব হস্তান্তর করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত সেনা নিবাসে রক্ষিত এবং উদ্ধার করা একটি আর্মড কার, ছয়টি পিকআপ, একটি অ্যাম্বুলেন্স, দুটি মাহিন্দ্রা, ৬৬০টি বিভিন্ন ধরনের অস্ত্র, ৩৭২৫৪টি বিভিন্ন অস্ত্রের অ্যামোনিশন, রায়োট কন্ট্রোল সরঞ্জামাদি এবং বিপি হেলমেটসহ বিপুল পরিমাণ মালামাল সাভার মডেল থানা, আশুলিয়া থানা, ধামরাই থানা, হাইওয়ে থানা ও যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট সারাদেশ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে নিরাপত্তার কথা বিবেচনা করে এসব অস্ত্র ও গোলাবারুদ সেনা হেফাজতে নেওয়া হয়েছিল। এছাড়া বিভিন্ন সময় লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে রাখা হয় এই ডিভিশনে।

মাহফুজুর রহমান নিপু/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।