কুমারখালীতে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু


প্রকাশিত: ০২:৪৮ পিএম, ২২ ডিসেম্বর ২০১৪

কুষ্টিয়ার কুমারখালীতে আগুনে পুড়ে আমিনা খাতুন (৫৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের মহিষাখোলা এলাকার রেল লাইনের পাশে গড়ে ওঠা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বৃদ্ধা আমিনা খাতুনের ঘরে আগুন লাগলে ঘর পুড়ে ভষ্মিভূত হওয়ার সাথে সাথে তিনিও অগ্নিদগ্ধ হয়ে মারা যান। তবে কিভাবে তার ঘরে আগুন লেগেছে তা জানা না গেলেও চলন্ত পথচারীদের বিড়ি বা সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে এলাকাবাসীর ধারণা। নিহত আমেনা খাতুন ওই এলাকার মৃত আনছার আলীর স্ত্রী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।