ঠাকুরগাঁওয়ে বিএনপি প্রার্থীদের জনসভায় মির্জা ফখরুলের ভাই
৪র্থ ধাপের ইউপি নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার ১২টি ইউনিয়নে বিএনপি প্রার্থীদের জনসভায় উপস্থিত হয়ে ভোট প্রার্থনা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই জেলা বিএনপির সহ-সভাপতি ও ঠাকুরগাঁও পৌরসভার মেয়রমির্জা ফয়সাল আমিন।
ধারাবাহিকভাবে তিনি বিএনপি প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়ে ভোট চাইছেন এবং জনসভায় বক্তব্য রাখছেন।
সোমবার সদর উপজেলার ৯নং রায়পুর ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী তোফায়েল হোসেনের নির্বাচনী প্রচারণা ও পথসভায় অংশ নেন মির্জা ফয়সাল আমিন।
পথসভায় জেলা বিএনপির এই নেতা বলেন, ৫ জানুয়ারির পর থেকে রায়পুরবাসী মামলা ও গ্রেফতারের ভয়ে একটি রাতও ঘরে ঘুমাতে পারেনি। মামলা চালাতে গিয়ে বর্তমানে বিএনপির নেতাকর্মীরা প্রায় নিঃস্ব।
তিনি বলেন, রায়পুর ইউনিয়নে বিএনপির প্রার্থী তোফায়েল হোসেন অনেক জনপ্রিয়। তিনি বিপদে আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে গিয়ে আর্থিকভাবে অস্বচ্ছল হয়ে পড়েছেন। আপনারা এবার তাকে নির্বাচিত করুন। দেখবেন তিনি সব সময় আপনাদের পাশে থাকবেন।20160502142922.jpg)
তিনি আরো বলেন, বর্তমান সরকারকে বিদায় জানাতে বিএনপি বা ধানের শীষের বিকল্প নাই। তাই রায়পুর ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের শান্তির জন্য ধানের শীষকেই জয়ী করতে হবে।
তিনি রায়পুর ইউনিয়নে ধানের শীষের প্রার্থী তোফায়েল হোসেনকে জয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
এরপর মির্জা ফয়সাল আমিন রায়পুরের ৯টি ওয়ার্ডের পথসভায় বক্তব্য রাখেন।
রিপন/এমএএস/আরআইপি