কবরস্থানে মিললো সাবেক এমপি একরামের অস্ত্র
নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর লাইসেন্স করা একটি শটগান ও ১২ রাউন্ড কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে একরাম চৌধুরী বাড়ির পাশে কবরস্থান থেকে ওই অস্ত্র উদ্ধার করা হয়।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কবিরহাট থানা পুলিশ, সেনাবাহিনী ও র্যাব অভিযান চালিয়ে ওই অস্ত্র উদ্ধার করে।
মো. ইব্রাহিম বলেন, অস্ত্রটি একরাম চৌধুরীর বাড়ির উত্তর-পশ্চিম পাশের কবরস্থানে সাদা প্লাস্টিকের বস্তায় মোড়ানো ছিল। পরে তথ্য নিয়ে জানা গেছে এটি সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর নামে লাইসেন্স করা ছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইকবাল হোসেন মজনু/জেডএইচ/জিকেএস