নীলফামারীর একটি ইউনিয়নে ১৪৪ ধারা জারি


প্রকাশিত: ০৮:২৫ এএম, ০৩ মে ২০১৬

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থী একই সময় একই স্থানে সমাবেশ আহ্বান করায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। মঙ্গলবার দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত উক্ত স্থানে সকল প্রকার সভা সমাবেশ পালনে নিষেধাজ্ঞা জারি করে ১৪৪ ধারার আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মেহেদী হাসান।

এলাকাবাসী জানায়, গত দুইদিন আগে ইউনিয়নের কেল্লাবাড়ি বাজার চত্বরে নির্বাচনী সমাবেশ করেছিল আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকের নাজিম উদ্দিন সবুজ। ওই সমাবেশের পর মঙ্গলবার বিকালে সেখানে নির্বাচনী সমাবেশ আহ্বান করে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আইয়ুব আলী। কিন্তু সেখানে একই দিন ও একই সময় পুনরায় সমাবেশ আহ্বান করে প্রচারণা চালায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিন সবুজ। ফলে সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জাগো নিউজকে জানান, এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঙ্গলবার দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত কেল্লাবাড়ি বাজার চত্বর ও তার পার্শ্ববর্তী এলাকায় সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করেন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জাহেদুল ইসলাম/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।