গোবিন্দগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জুঁই বেগম (২৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে স্বামী আব্দুল হালিম। মঙ্গলবার দুপুরে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাদতন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
সোমবার গভীর রাতে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামে জুঁইয়ের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধূর বাবা জিল্লুর রহমান বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে ঘটনার পর ঘাতক স্বামী পলাতক রয়েছে।
নিহত জুঁই গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামের জিল্লুর রহমানের মেয়ে ও একই উপজেলার তালুকানুপুর ইউনিয়নের তালুকানুপুর গ্রামের আব্দুল হালিমের স্ত্রী।
গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আমিনুল ইসলাম জানান, দুই বছর আগে জুঁই বেগমের সঙ্গে আব্দুল হালিমের (৩০) বিয়ে হয়। এরপর থেকেই যৌতুকের দাবিতে হালিম জুঁইকে নির্যাতন করে আসছিল। ২৫ দিন আগে জুঁই বেগম একটি মেয়ে সন্তানের জন্ম দেন। এরপর থেকে তিনি তার বাবার বাড়িতেই ছিলেন।
সোমবার রাতে আব্দুল হালিম স্ত্রী-সন্তানকে দেখেতে শ্বশুর বাড়ি আসে। রাতেই স্বামী-স্ত্রী দুজনের মধ্যে যৌতুকের টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হালিম ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা একটি ধারালো অস্ত্র দিয়ে জুঁই বেগমকে উপর্যুপরি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাড়ির লোকজন ঘটনা জানার আগেই আব্দুল হালিম কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের হওয়ার পর পুলিশ ঘাতক আব্দুল হালিমকে গ্রেফতার করতে ব্যপক তৎপরতা শুরু করেছে বলেও জানান এই কর্মকর্তা।
অমিত দাশ/এফএ/এবিএস