গাইবান্ধায় বজ্রপাতে ২ যুবকের মৃত্যু
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। এসময় নৌকার মাঝিসহ দুই জন গুরুতর আহত হন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের ব্রহ্মমপুত্র নদের জিঘাবাড়ি ঘোন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের পশ্চিম খাটিয়ামাড়ি গ্রামের মৃত জহর উদ্দিন মন্ডলের ছেলে গোলাপ উদ্দিন (৪২) ও একই ইউনিয়নের পূর্ব খাটিয়ামাড়ি গ্রামের মৃত হাসেন প্রমাণিকের ছেলে ভিক্ষু মিয়া (৩৬)।
ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন জালাল জানান, গোলাপ উদ্দিন ও ভিক্ষু মিয়া মহিষ ও ঘোড়া কেনার জন্য দেওয়ানগঞ্জের সানন্দাবাড়ি হাটে যান। সেখান থেকে তারা দুটি মহিষ ও একটি ঘোড়া কিনে ব্রহ্মপুত্র নদ হয়ে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। এসময় নৌকায় দুই নারীসহ আরও ৪-৫ জন যাত্রী ছিলেন। নৌকাটি এরেন্ডাবাড়ী ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের জিঘাবাড়ি ঘোন এলাকায় পৌঁছালে হটাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে গোলাপ উদ্দিন ও ভিক্ষু মিয়া ঘটনাস্থলেই মারা যান। এছাড়া নৌকার মাঝি মোজাম্মেল হকসহ আরো দুই জন গুরুতর আহত হন।
ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান, ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন জালালের সহায়তায় আহত দুইজনকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
অমিত দাশ/এফএ/আরআইপি