সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্যচাষির মৃত্যু
সাতক্ষীরার দেবহাটায় আবুল কাশেম (৪০) নামের এক মৎস্যচাষির বজ্রপাতে মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে দেবহাটা উপজেলার পাঁচপোতা গ্রামে ঘটে এ ঘটনা। আবুল কাশেম পাঁচপোতা গ্রামের মৃত বাবুর আলীর ছেলে।
স্থানীয় রমজান আলী বলেন, আমি খালে মাছ ধরছিলাম। তখন আবুল কাশেম ঘেরের কাছাকাছি পৌঁছালে আকর্ষিক বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় ধোয়ার মতো উড়তে দেখে আশপাশের লোকজনকে বলি।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিসুজ্জামান জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আহসানুর রহমান রাজীব/জেডএইচ/এমএস