রাজবাড়ীতে সংখ্যালঘু প্রার্থীকে কুপিয়ে আহত : আটক ৪


প্রকাশিত: ০৪:২৪ এএম, ০৪ মে ২০১৬

রাজবাড়ী সদরের দাদশী ইউপির ৬ নং ওর্য়াডের সাধারণ সসদ্য প্রার্থী সংখ্যালঘু রঞ্জন কুমার সেনকে (৩৭) কুপিয়ে আহত করার ঘটনায় প্রধান আসামি মোশাররফ হোসেন মলমগীরসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে  সদর থানা পুলিশ তাদের আটক করে।

রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন পিপিএম এর সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই ওই নির্বাচনী এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পৃথকভাবে প্রধান আসামিসহ ৪ জনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যার পর ইউপির সিংগা বাবু বাজারে প্রার্থী রঞ্জন এর ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে ৮/১০ জনের একটি সশস্ত্র বাহিনী কোনো কথা না বলে এলোপাতাড়িভাবে তাকে কুপিয়ে আহত করে। আহত অবস্থায় রঞ্জন সেন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।

রুবেলুর রহমান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।