নাটোরে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩


প্রকাশিত: ০৬:৪৫ এএম, ০৪ মে ২০১৬
প্রতীকী ছবি

নাটোরের গুরুদাসপুরে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় ইয়াবা বহনের জন্য ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজা থেকে ইয়াবা উদ্ধার ও তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ট্রাকচালক রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকার নাসিমুদ্দিনের ছেলে সেলিম রেজা, চালকের সহকারী মাঈনুল ইসলামের ছেলে হাসান আলী এবং পুঠিয়া থানার জসিম উদ্দিনের ছেলে কালু।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন ও স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি ট্রাকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে চালকের সিটের নিচে ফ্যানের প্যাকেটের ভেতর থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও চালকসহ তিনজনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
 
রেজাউল করিম রেজা/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।