ছাত্রলীগের সাবেক নেত্রী মারুফা আক্তার পপির মায়ের ইন্তেকাল
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মারুফা আক্তার পপির মা হাজেরা বেগম বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি ৫ ছেলে এবং একমাত্র মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জামালপুর সদরের নরুন্দি ইউনিয়নের পিয়ারপুর গ্রামে বাদ আসর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মারুফা আক্তার পপির মায়ের মৃত্যুতে জামালপুর জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
শুভ্র মেহেদী/এআরএ/আরআইপি