সোনাইমুড়ীতে রুপালী ব্যাংকের সাবেক ম্যানেজারের বিরুদ্ধে মামলা
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার রুপালী ব্যাংকে জালিয়াতির অভিযোগে ব্যাংকের সাবেক ম্যানেজার বেলায়েত হোসেনের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। উপজেলার আমিশাপাড়া শাখা থেকে জালিয়াতির মাধ্যমে গ্রাহকের প্রায় এক কোটি টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা করা হয়।
সোনাইমুড়ী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এস আই) মো. বাতেন জাগো নিউজকে জানান, রুপালী ব্যাংকের নোয়াখালী জোনাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শেখ কামাল উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। মামলাটি সোনাইমুড়ী থানায় হলেও এটি তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এবিষয়ে রুপালী ব্যাংক আমিশাপাড়া শাখার বর্তমান ব্যবস্থাপক মোশারফ হোসেন জানান, সাত সদস্যের গঠিত তদন্ত টিম বর্তমানে ব্যাংকে কাজ করছেন। তদন্ত শেষ করতে একটু সময় লাগবে। কারণ পুরো ব্যাংকের লেন-দেন খতিয়ে দেখা হচ্ছে।
তবে তিনি গ্রাহকদের আতঙ্কিত না হয়ে ধৈয্য ধরার অনুরোধ জানান। তদন্তে গ্রাহকের হিসাবে গড়মিল থাকলে অবশ্যই তাদের টাকা ফেরত দেয়া হবে।
তিনি আরো জানান, ইতোমধ্যে ব্যাংকের ঊর্ধ্বতন কৃর্তপক্ষের নির্দেশে সাবেক ব্যবস্থাপক বেলায়েত হোসেনকে বরখাস্ত করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবারও সকাল থেকে গ্রাহকরা ব্যাংকে এসে তাদের হিসাবের খোঁজ খবর নিচ্ছেন।
মিজানুর রহমান/এফএ/আরআইপি