লালমনিরহাটে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
লালমনিরহাট সদর উপজেলার তালুক মৃত্তিঙ্গায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো, বকুন্দা ইউনিয়নের তালুক মৃত্তিকা গ্রামের আবদুল মতিন মিন্টুর মেয়ে মীম ও কুমুস এবং একই গ্রামের ইকবাল হোসেনের ছেলে নাঈম হোসেন (১০)। তারা স্থানীয় তালুক মৃতিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রবিউল ইসলাম/এআরএ/এবিএস