সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সেলিম
সাতক্ষীরা পৌরসভার মেয়র প্যানেল মেয়র মো. আব্দুস সেলিমকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে ২০১৩ সালের একটি নাশকতা মামলায় নবনির্বাচিত মেয়র ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাশকিন আহম্মেদ চিশতিকে বরখাস্ত করা হয়।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আব্দুর রউফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, পৌরসভা আইন, ২০০৯ এর ধারা ৩১ এর উপধারা (০১) ক্ষমতাবলে মেয়র তাজকিন আহমেদ চিশতিকে মেয়রের দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত ও প্যানেল মেয়রকে দায়িত্বভার গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
আব্দুস সেলিম সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র। গত মাসে তিনি পৌরসভার প্যানেল মেয়রের দায়িত্বভার গ্রহণ করেন।
আকরামুল ইসলাম/এফএ/এমএস