চাঁদপুর
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৬৩ জেলে আটক
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় গত ২৪ ঘণ্টায় ৬৩ জেলেকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ৪৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
এ সময় তাদের কাছে থেকে ১৪৮ কেজি ইলিশ, ৫ লাখ ৫৩ হাজার ৯০০ মিটার কারেন্ট জাল ও আটটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে নৌ-পুলিশের মিডিয়া সেলে তথ্যটি জানিয়েছেন চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ।
তিনি জানান, অভিযানে ১২টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। ৩ জনকে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৪ ঘণ্টা নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, নৌ পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ পৃথকভাবে অভিযান চালছে। মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
শরীফুল ইসলাম/আরএইচ/এমএস