চাঁদপুর

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৬৩ জেলে আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ২১ অক্টোবর ২০২৪

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় গত ২৪ ঘণ্টায় ৬৩ জেলেকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ৪৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

এ সময় তাদের কাছে থেকে ১৪৮ কেজি ইলিশ, ৫ লাখ ৫৩ হাজার ৯০০ মিটার কারেন্ট জাল ও আটটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে নৌ-পুলিশের মিডিয়া সেলে তথ্যটি জানিয়েছেন চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ।

তিনি জানান, অভিযানে ১২টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। ৩ জনকে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৪ ঘণ্টা নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, নৌ পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ পৃথকভাবে অভিযান চালছে। মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

শরীফুল ইসলাম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।