নড়াইলে ঝড়ে ঘরচাপায় ভাইবোনসহ নিহত ৩
নড়াইলে ঝড়ে ঘরচাপা পড়ে দুই ভাইবোন এবং ১১ দিনের শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। ভেঙে পড়েছে অসংখ্য ঘরবাড়ি ও গাছপালা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে আকস্মিকভাবে নড়াইলের বিভিন্ন এলাকার ওপর দিয়ে এ ঝড় বয়ে যায়।
নিহতরা হলো ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের নাভেদ উদ্দিনের ছেলে আলহাজ উদ্দিন (৬) এবং মেয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী পিয়ারী খানম। এছাড়া ওই ইউনিয়নের ডহররামসিদ্ধি গ্রামের শঙ্কর বিশ্বাসের ১১ দিনের শিশু সন্তান দিপালীর মৃত্যু হয়েছে।
এদিকে, গাছপালা ভেঙে যাওয়ায় নড়াইল-গোবরা-নওয়াপাড়া সড়কসহ বিভিন্ন গ্রামীণ সড়কে যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় প্রায় ২০টি গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভদ্রবিলা ইউপির চেয়ারম্যান লিয়াকত হোসেন সিকদার। তিনি জানান, ঝড়-বৃষ্টিতে ভিজে সহায়-সম্বলহীন মানুষগুলো আশ্রয়হীন জীবনযাপন করছেন। এ ব্যাপারে প্রশাসনকে অবগত করা হয়েছে।
হাফিজুল নিলু/বিএ/এমএস