হবিগঞ্জে শিশু জিয়াউল হত্যা মামলায় ৫ জনের ফাঁসি


প্রকাশিত: ০৮:২৪ এএম, ০৯ মে ২০১৬

হবিগঞ্জে শিশু জিয়াউল হত্যা মামলায় সৎ ভাইসহ ৫ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নিহত জিয়াউলের সৎ ভাই আলী হায়দার চৌধুরী, তার সহযোগী রেনু মিয়া, হাবিব মিয়া, আব্দুল আহাদ ও রনজু মিয়া। এর মাঝে রনজু মিয়া পলাতক রয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামের সিরাজুল ইসলাম চৌধুরীর দুই স্ত্রীর ছেলে জিয়াউল হক চৌধুরী ও আলী হায়দার চৌধুরীর মাঝে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দেয়। এর জের ধরে ১৯৯৪ সালের ১৩ মে রাতে আসামিরা পরিকল্পিতভাবে জিয়াউলকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে। পরে তার মরদেহ স্থানীয় পঁচা শিংগার বন্দ নামে এক স্থানে ফেলে রাখে।

পরদিন দুপুরে ওই স্থান থেকে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। উক্ত ঘটনায় নিহত জিয়াউলের মা বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ১৯৯৫ সালের ২৯ এপ্রিল আদালতে চার্জশিট দেয়। এর মাঝে মামলার ৪ আসামি মৃত্যুবরণ করে। তারা হলেন-ওই গ্রামের সফিক মিয়া, আব্দুল ওয়াহাব মিয়া, নজরুল ইসলাম ও আব্দুল আওয়াল। মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক কারাগারে আটক ৪ আসামির উপস্থিতিতে উল্লেখিত রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুল আহাদ ফারুক।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসএস/আর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।