ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সহিংসতায় আহত একজনের মৃত্যু


প্রকাশিত: ০৮:৫৪ এএম, ১১ মে ২০১৬

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতায় আহত নাজিম উদ্দিন (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার ভোরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে তিনি মারা যান।

বালিয়াডাঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় মৃতের সংখ্যা দাঁড়ালো তিন এ।

জানা গেছে, ৭ মে ইউপি নির্বাচনে ওই উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের চৌরাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় নাজিম উদ্দিন গুরুতর আহত হন। আহতাবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এরআগে, নির্বাচনের দিন বালিয়াডাঙ্গী উপজেলার কালডাঙ্গা দাখিল মাদরাসা কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পুলিশের গুলিতে মারা যান মাহাবুব হোসেন পল্টু (৩২) ও নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আমজানখোর ইউনিয়নে বেউরঝাড়ি করিম পাড়া গ্রামের আব্দুল গণির স্ত্রী আছমা খাতুন (৭৬) মারা যান।

রবিউল এহসান রিপন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।