ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ শ্রমিক লীগ নেতা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ০১ ডিসেম্বর ২০২৪

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ শ্রমিক লীগ নেতাকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে তার তিন সহযোগীকে আটক করা হয়।

শনিবার (১ ডিসেম্বর) রাতে কুষ্টিয়ার খোকসা উপজেলার কাদিরপুরে লিচু বাগান থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের শরীর তল্লাশি করে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

আটকরা হলেন- খোকসা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম (২৮), মো. বিল্লাল শেখ (৪০), মো. রোকন শেখ (২৬) ও তাসলিম শেখ (২৮)।

খোকসা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া সদরের সাবেক পৌর মেয়র আনোয়ার আলীর লিচু বাগানে অভিযান চালানো হয়। সেখানে ১০-১২ জন অস্ত্রসহ ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালাতে চেষ্টা করেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, এসময় ঘটনাস্থল থেকে বিল্লাল শেখ, রোকন শেখ ও তাসলিম শেখকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক করা হয়। তিন ডাকাতকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে অস্ত্র আইন এবং ডাকাতি প্রস্তুতি সংক্রান্ত মামলায় আদালতের মাধ্যমে রোববার কারাগারে পাঠানো হয়েছে।

শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, মাদক সংক্রান্তসহ একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।

আল-মামুন সাগর/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।