ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
![ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/farid-20241204194314.jpg)
ফরিদপুরের সদরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার হাটকৃষ্ণপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাটকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুর ২টায় তিতাস ও বিল্লাল ফকিরের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
আহতদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) বলেন, ওই এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এন কে বি নয়ন/এসআর/জিকেএস