শেরপুরে বিপুল ভারতীয় পণ্য কম্বল জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৪

শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে এক কোটি ২০ লাখ টাকার মূল্যের ভারতীয় জিরা ও কম্বল জব্দ করেছে সেনাবাহিনী। বুধবার (৪ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার কাকরকান্দি এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি এলাকায় অভিযান চালায়। এসময় সেখানে একটি কলাবাগানে ভারত থেকে অবৈধভাবে আনা ৪৫ বস্তা কম্বল এবং পরে স্থানীয় মো. রুহুল আমিনের গোয়ালঘর থেকে আরও ১০০ বস্তা কম্বলসহ মোট ৭২১ পিস কম্বল উদ্ধার করা হয়।

পরে সেখানে আরও তল্লাশি করে অবৈধভাবে আমদানি করা ৩০৫ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কম্বলের মূল্য প্রায় ২৯ লাখ টাকা এবং উদ্ধারকৃত জিরার মূল্য প্রায় ৫৫ লাখ টাকা। এছাড়া এসব অবৈধ পণ্য পরিবহনের দায়ে একটি ট্রাক জব্দ করা হয়।

jagonews24

তবে অভিযানকালে বাড়ির মালিক ও এসব পণ্য চোরাকারবারীর সঙ্গে জড়িত রুহুল আমিন আগে পালিয়ে যায়। রুহুল আমিন এর আগেও ভারতীয় চিনি চোরাকারবারীর অভিযোগে পুলিশের কাছে গ্রেফতার হয়ে জেল খেটেছেন।

এ ব্যাপারে সেনাবাহিনীর ক্যাপ্টেন নাহিয়ান জানান, উদ্ধার মালামাল তালিকা করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন জানান, জব্দকৃত মালামালের তালিকা প্রস্তুত করা হয়েছে। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ইমরান হাসান রাব্বী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।