নড়াইলে বজ্রপাতে একই পরিবারের ২ জনের মৃত্যু


প্রকাশিত: ০২:৩৫ এএম, ১৪ মে ২০১৬
প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়া উপজেলার হলদাহ গ্রামে বজ্রপাতে একই পরিবারের দু’জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হলদাহ গ্রামের কালু রায়ের স্ত্রী ছায়া রানী রায় (৪৫) এবং পরিমল রায়ের ছেলে প্রতাপ রায় (১৭)। প্রতাপ রায় সম্পর্কে ছায়া রানী রায়ের ভাইপো।

হলদাহ গ্রামের মোজাফফার মজুমদার ও সুজিত রায় জানান, শুক্রবার ঝড়-বৃষ্টির সময় ছায়া রানী রায় ও প্রতাপ রায় স্থানীয় বিলে গরু আনতে গেলে এ ঘটনা ঘটে।

হাফিজুল নিলু/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।