কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি


প্রকাশিত: ০৪:৪৬ এএম, ১৭ মে ২০১৬

ঝিনাইদহের কালীগঞ্জে সৌদি প্রবাসী ইদ্রিস আলীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ১০ ভরি স্বর্ণালঙ্কার, ৭০ হাজার টাকা, ২৫০০ রিয়াল সৌদি মুদ্রা ও পাসপোর্টসহ মালামাল লুট করেছে ডাকাতরা।
 
এলাকাবাসী জানান, সোমবার দিবাগত রাত ৩টার সময় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের ইদ্রিস আলীর বাড়িতে দরজা-জানালা ভেঙে একদল ডাকাত প্রবেশ করে। এসময় ডাকাতরা পরিবারের সদস্যদের ঘরের মধ্যে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৭০ হাজার টাকা, ২৫০০ সৌদি মুদ্রা রিয়াল, ১টি পাসপোটসহ মালামাল লুট করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যদের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাদেরকে উদ্ধার করে ।  

এ ব্যাপারে কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে ।



আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।