দর্শনায় ভারত সীমান্তঘেঁষা মাঠে মিলল বাংলাদেশির মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৪:১৩ পিএম, ১৫ জানুয়ারি ২০২৫
ফাইল ছবি

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তবর্তী মাঠ থেকে নাজিম উদ্দীন (৩৮) নামে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে দর্শনা নিমতলা সীমান্তের কাছে ঈশ্বরচন্দ্রপুর এলাকার মাঠ সংলগ্ন জিরোপয়েন্ট থেকে প্রায় দুশ গজ বাংলাদেশের ভেতরে ওই মরদেহ পড়ে ছিল।

নিহত নাজিম উদ্দীন দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুরের এরশাদ আলীর ছেলে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, নিহতের বড় ভাই মারফত খবর পেয়ে মাঠে তল্লাশি করি। একপর্যায়ে বাংলাদেশ সীমানায় নাজিমুদ্দিনের মরদেহ পড়ে থাকতে দেখি। পরে মর্গে পাঠানো হয়। অন্য আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

ঝিনাইদহ মহেশপুর বিজিবি-৫৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. রফিক জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। যেখানে মরদেহটি পাওয়া গেছে সেটা নিমতলা সীমান্তের কাছাকাছি হলেও চুয়াডাঙ্গার মধ্যে পড়ে। এরপরও নিহতের বড় ভাইয়ের সঙ্গে কথা বলেছি।

পরিবার ধারণা করছে, তিনি হার্টঅ্যাটাকে মারা যেতে পারে- জানান তিনি।

হুসাইন মালিক/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।