আইনজীবীকে কারাগারে পাঠানোয় আদালতে হট্টগোল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ১৫ জানুয়ারি ২০২৫

জামালপুরে জমি দখল করতে গিয়ে মারমারি মামলার প্রধান আসামি এক আইনজীবীকে কারাগারে পাঠানোর ঘটনায় আদালতে হট্টগোল ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুমানা আক্তার আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়ার পর এ ঘটনা ঘটে।

আইনজীবীকে কারাগারে পাঠানোয় আদালতে হট্টগোল

প্রত্যক্ষদর্শীরা জানান, মামলার আসামি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ জাকির হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়ার পর আসামিপক্ষের শতাধিক লোকজন আদালত প্রাঙ্গণে তার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। এসময় হট্টগোল ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের কথা-কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আদালতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশ আদালত থেকে সবাইকে বাইরে বের করে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে আসামিকে কারাগারে পাঠানো হয়।

আইনজীবীকে কারাগারে পাঠানোয় আদালতে হট্টগোল

মামলা সূত্রে জানা গেছে, জামালপুরের মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা গ্রামের চায়না বেগম জমি দখল ও মারধরের ঘটনায় একই এলাকার অ্যাডভোকেট জাকির হোসেনকে প্রধান আসামি করে গত বছরের ৭ ডিসেম্বর মামলা করেন। ওই মামলায় এতদিন জামিনে ছিলেন জাকির হোসেন।

কোর্ট ইন্সপেক্টর আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কাওছার সৌরভ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।