রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

শেখ হাসিনার স্লোগান সম্বলিত পত্র ফেসবুকে ভাইরাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ১৫ জানুয়ারি ২০২৫
শেখ হাসিনার স্লোগান সম্বলিত পত্র ফেসবুকে ভাইরাল হয়েছে

‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এমন স্লোগান লেখা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটি পত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের দায়িত্বহীনতাকে দায়ী করছেন অনেকেই।

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ছড়িয়ে পড়া ওই পত্রে দেখা যায়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ার সোমবার (১৩ জানুয়ারি) পত্রটি উপাচার্যের নির্দেশক্রমে সই করেছেন। পত্রটির ওপরের অংশের ডান পাশে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান সম্বলিত একটি লোগো রয়েছে।

ওই পত্রটিতে বলা হয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে বিভিন্ন কাজ সম্পাদনের জন্য ব্যয়িত অর্থ সাধারণ ও ঘটনাত্তোর বিল অথবা অগ্রিম বিলের মাধ্যমে পরিশোধ করা হয়ে থাকে। এসব বিল প্রদান এবং অগ্রিম বিল সমন্বয়ের ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক ভ্যাট ও উৎসে কর প্রদান করতে হয়। ২০২৪-২৫ অর্থবছরে ভ্যাট ও উৎসে কর প্রদানের হারে কিছু পরিবর্তন হয়েছে। সাধারণ ও ঘটনাত্তোর বিল এবং অগ্রিম বিল দাখিল করার ক্ষেত্রে ২০২৪-২৫ অর্থবছরের ৯ জানুয়ারি ২০২৫ তারিখে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জারিকৃত এসআরও নম্বর-১৯ আইন/২০১৫/২৭৩-মূসক সংখ্যক প্রজ্ঞাপন অনুযায়ী ভ্যাট প্রদানপূর্বক বিল দাখিলের জন্য অনুরোধ করা হলো।

শেখ হাসিনার স্লোগান সম্বলিত পত্র ফেসবুকে ভাইরাল

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জাগো নিউজকে বলেন, ‘শেখ হাসিনার স্লোগান সম্বলিত লোগো না দেখেই ভুলক্রমে পত্রটিতে আমি সই করেছিলাম। তবে বিষয়টি উপাচার্য স্যার জানেন।’

এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার জাগো নিউজকে বলেন, ‘এমন ঘটনা সত্যিই দুঃখজনক। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনার স্লোগান সম্বলিত নিষিদ্ধপত্রে সই করার কোনো সুযোগ নেই। এ ঘটনায় জড়িত অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ারের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি মোতাবেক দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এম এ মালেক/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।