বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত


প্রকাশিত: ০৭:১৪ এএম, ১৭ মে ২০১৬
ফাইল ছবি

বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় ওমর আলী (৪০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১ টায় বাগেরহাট কোর্ট চত্বরের সামনে খুলনা-বাগেরহাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কনস্টেবল পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার বাসিন্ধা। তিনি গত দুই বছর ধরে বাগেরহাট সদর ফাঁড়িতে কর্মরত ছিলেন।

বাগেরহাট পুলিশ সুপার নিজামুল হক মোল্যা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বেলা ১১টার দিকে ওমর আলী বাইসাইকেল নিয়ে বাগেরহাট কোর্ট এলাকার যাত্রী ছাউনির সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় বাগেরহাট থেকে খুলনাগামী যাত্রীবাহী একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় তিনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতাল ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে তিনি মারা যান।

শওকত আলী বাবু/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।