জামালপুরে জমিসংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৬:০৬ পিএম, ১৭ জানুয়ারি ২০২৫

জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় বিপুল মিয়া নামে একজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে পোগলদিগা ইউনিয়নের তারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, তারাকান্দি গ্রামে বসতভিটার ১৩ শতাংশ জমি নিয়ে তোতা তালুকদারের ছেলে আপেল মিয়া ও আনোয়ার হোসেনের ছেলে বিপুল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পুলিশের অনুমতি সাপেক্ষে ওই জমি থেকে দুটি গাছ কেটে নেন বিপুল মিয়া। এতে আপেল মিয়া ও তার পরিবারের লোকজন চড়াও হন। বিষয়টি থানায় অবহিত করলে আরও উত্তেজিত হয়ে উঠেন আপেল মিয়া ও তার পরিবারের লোকজন। একপর্যায়ে শুক্রবার দুপুরে বিপুলের বাড়িঘরে ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় আপেল মিয়া ও তার পরিবারের লোকজন। এতে বিপুল মিয়া (৪৫), তার স্ত্রী মুক্তা বেগম (৩৫) এবং তার মা আছমা বেগম (৬৫) গুরুতর আহত হন। পরে তাদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বিপুল মিয়াকে মৃত ঘোষণা করেন। এছাড়া মুক্তা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

নিহতের চাচাতো ভাই রাজু মিয়া জানান, বসতভিটার ১৩ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে ওই দুই পরিবারে বিরোধ চলছে। বেশ কয়েকবার দরবার করেও তা সুরাহা করা যায়নি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, পুলিশ আপেলের মা আনোয়ারা বেগমকে আটক করেছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

তবে নিহতের পরিবার এখনো কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে-জানান তিনি।

এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।