দুর্ঘটনা রোধে সড়ক থেকে বালু অপসারণ করছে রাসিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ১৭ জানুয়ারি ২০২৫

রাজশাহী নগরীতে দুর্ঘটনা রোধে সড়ক থেকে বালু অপসারণের কাজ শুরু করেছেন সিটি করপোরেশন (রাসিক)। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে নগরীর ছোট বনগ্র এলাকায় সড়কে ছড়িয়ে থাকা বালু সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়।

স্থানীয়রা জানায়, নগরীর চৌদ্দপায় বিহাস এলাকা থেকে আলিফ লাম–মিম ভাটা পর্যন্ত প্রায় সাত কিলোমিটার সড়ক দিয়ে বালুবাহী ট্রাক চলাচল করে। এ ট্রাক থেকে বালু উড়ে এসে সড়কে পড়ে। রাস্তার বিভিন্ন স্থানে বালুর স্তূপ জমে ওঠে। ফলে ছোট-বড় দুর্ঘটনা ঘটে। গত এক মাসে ওই সড়কে অন্তত ১০টি দুর্ঘটনা ঘটেছে। সর্বশেষ সোমবার ওই মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক পুরনজিত মহলদার নিহত হন।

দুর্ঘটনা রোধে সড়ক থেকে বালু অপসারণ করছে রাসিক

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের সুপারভাইজার মো. কামরুল বলেন, সকালে ওই রাস্তা পরিষ্কারের নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মীরা কাজ করছেন।

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের প্রধান কর্মকর্তা শেখ মো. মামুন (ডলার) বলেন, ওই সড়কের বালু অপসারণের কাজ শুরু হয়েছে। এটি অব্যাহত থাকবে।

সাখাওয়াত হোসেন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।