উন্নয়নের নামে বড় বড় প্রকল্পে লুটপাট হয়েছে: উপদেষ্টা সাখাওয়াত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ১৮ জানুয়ারি ২০২৫

নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, উন্নয়ন বলতে যেটা বোঝা যায় প্রন্তিক অঞ্চলের উন্নয়ন। বিগত দিনে প্রন্তিক অঞ্চলের উন্নয়ন হয়নি। বিগত সরকারের যারা ছিলো তারা নিজেদের মধ্যে টাকা লুটপাট করার জন্য বড় বড় প্রকল্প নিয়ে লুটপাট করেছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে ভোলার মনপুরা উপজেলার কলাতলি ইউনিয়নের ঢালচর লঞ্চঘাট উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

উন্নয়নের নামে বড় বড় প্রকল্পে লুটপাট হয়েছে: উপদেষ্টা সাখাওয়াত

উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে বিচ্ছিন্ন মনপুরা উপজেলার নদী ভাঙন বন্ধের জন্য হাজারও কোটি টাকার প্রকল্প নিয়েছে। কিন্তু এখনও মনপুরার ভাঙন বন্ধ হয়নি।

তিনি আরও বলেন, মনপুরা, ভোলাসহ দেশের বিভিন্ন এলাকায় নতুন নতুন আধুনিক ঘাট নির্মাণ করা হচ্ছে। মনপুরায় ফেরি চলাচল চালু করারও পরিকল্পনার কথা জানান তিনি।

উন্নয়নের নামে বড় বড় প্রকল্পে লুটপাট হয়েছে: উপদেষ্টা সাখাওয়াত

ঢালচর লঞ্চঘাট উদ্বোধন শেষে উপদেষ্টা ঢালচরের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করে। পরে তিনি মনপুরা উপজেলার রামনেওয়াজ, হাজির হাট লঞ্চঘাট পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিটিএস'র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, মনপুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা পাঠান মো. সাইদুজ্জামান, সাবেক সচিব মো. নাজিম উদ্দিন চৌধুরী প্রমুখ।

জুয়েল সাহা বিকাশ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।