মিয়া গোলাম পরওয়ার

ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ১৮ জানুয়ারি ২০২৫

জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আওয়ামী লীগ যে ভাষায় কথা বলতো এখন কেউ কেউ সে ভাষায় কথা বলছেন। তাদের বক্তব্যে ফ্যাসিবাদের গন্ধ পাওয়া যাচ্ছে। ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া মাঠে জেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরও বাংলাদেশ অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক গোলামী থেকে মুক্ত হতে পারেনি। বারবার শাসক ও শাসনের পরিবর্তন হয়েছে কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি।

তিনি বলেন, ৫ আগস্ট তরুণ প্রজন্মের সাহসী ও ত্যাগী ভূমিকার কারণে দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি তা হারিয়ে যেতে দেওয়া যাবে না। জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশকে নতুন ভাবে বিনির্মাণে জামায়াতে ইসলামী প্রয়োজনীয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে।

জামায়াতের এ নেতা বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগের ভোট ডাকাতি, টাকা পাচার, গুম, খুন, উন্নয়নের নামে লুটপাট বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। দেশের মানুষ আওয়ামী ফ্যাসিস্টদের যেমন চায় না, তেমনি নতুন কেউ ফ্যাসিস্ট কায়দায় দেশ পরিচালনায় আসুক সেটিও চায় না।

জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় সম্মেলনে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, সাবেক জেলা আমির একেএম শামছুদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অ্যাডভোকেট এএসএম কামাল উদ্দিন, জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ ও মাওলানা মাহমুদুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।