মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা সুশোভন বাছাড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খুলনা
প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ১৯ জানুয়ারি ২০২৫
বাবার বন্ধুর সঙ্গে সুশোভন বাছাড়

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফলে দেশসেরা হয়েছেন খুলনার সুশোভন বাছাড়।

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে প্রকাশিত এ ফলাফলে সুশোভন বাছাড় সর্বোচ্চ নম্বর ৯০.৭৫ পেয়ে প্রথম হয়েছেন। তিনি খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

আরও পড়ুন

সুশোভন বাছাড়ের বাবার নাম সুভাষ চন্দ্র বাছাড়। তার পরিবারসহ নগরীর বয়রা এলাকায় থাকেন। বাবা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। সুশোভন বাবা-মায়ের একমাত্র সন্তান।

সুশোভনের বাবা সুভাস চন্দ্র বাছাড় বলেন, ‘আমার ছেলে মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশে প্রথম হওয়ায় আমরা খুবই আনন্দিত। সে একজন মানবিক চিকিৎসক হোক, এটাই আমার প্রত্যাশা।’

খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক এ টি এম বদরুজ্জামান বলেন, ‘সুশোভন বাছাড় একজন মেধাবী শিক্ষার্থী। সে কলেজের টেস্ট পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করেছিল।’

আরিফুর রহমান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।