জনগণ নয়, ভারতের সঙ্গে সম্পর্ক ছিল একটি দলের: খায়রুল কবির খোকন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ১৯ জানুয়ারি ২০২৫

বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, জনগণ নয়, ভারতের সঙ্গে সম্পর্ক ছিল একটি দলের। যে কারণে তাদের অনুপস্থিতিতে দুই দেশের মধ্যে বিবাদ সৃষ্টি হচ্ছে।

রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, ভারত আমাদের বন্ধু হবে, প্রভু নয়। তাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক চাই। বিজিবির হাতে সীমান্তে কোনো মানুষ মারা যায়নি। কিন্তু বিএসএফ নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে। ছোট রাষ্ট্র বলে আমাদের আর ছোট করে দেখার সুযোগ নাই।

তিনি বলেন, আওয়ামী লীগের ইতিহাস হল বেইমান-বিশ্বাস ঘাতকের ইতিহাস। তারা শুধু নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিলেন। ওয়ান ইলেভেনের বাই প্রোডাক্ট সরকার ছিল আওয়ামী লীগ সরকার। আমরা সেই প্রমাণ পেয়েছি।

নরসিংদী জেলা বিএনপির সদস্যসচিব মনজুর এলাহীর সঞ্চালনায় আলোচনা সভায় যুগ্ম-আহ্বায়ক সরদার সাখাওয়াত হোসেন বকুল, যুগ্ম-আহ্বায়ক তোফাজ্জল হোসেন মাস্টার, ভিপি জলিল, আব্দুল বাসেত, ফারুক উদ্দিন ভূঁইয়া, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সজ্ঞিত সাহা/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।