গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ২০ জানুয়ারি ২০২৫

গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে নূর মোহাম্মদ নয়ন (২৯) নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নাসিম রেজা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত নয়ন সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব সোনারায় গ্রামের আব্দুল মতিনের ছেলে। নিহত মৌমিতা আক্তার লতার (২৩) বাড়ি পার্শ্ববর্তী চাচীয়া মীরগঞ্জ গ্রামে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের জানুয়ারিতে নয়নের সঙ্গে লতার বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের জন্য লতাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন নয়ন। একই বছরের ২৩ সেপ্টেম্বর রাতে লতাকে মারধরের একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে লতার মা গোলেনুর বেগম নয়নকে আসামি করে মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদার রহমান মাসুদ বলেন, আদালতের রায় সন্তোষজনক।

এ এইচ শামীম/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।