আজহারীর মাহফিল

একদিন আগেই জনস্রোত, চাদর-কম্বল নিয়ে মাঠে অবস্থান ভক্তদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১০:০৯ পিএম, ২৪ জানুয়ারি ২০২৫
বিকেল থেকেই মাঠে অবস্থান নিয়েছেন হাজারও মানুষ। সঙ্গে এনেছেন কম্বল, চাদরসহ প্রয়োজনীয় সামগ্রী

জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল উপলক্ষে পটুয়াখালীর ঝাউতলা কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আসতে শুরু করেছেন মুসল্লি ও ভক্তরা।

শনিবার (২৫ জানুয়ারি) এ মাহফিল অনুষ্ঠিত হবে। তবে শুক্রবার বিকেল থেকেই মাঠে অবস্থান নিয়েছেন হাজারও মানুষ। সঙ্গে এনেছেন কম্বল, চাদরসহ প্রয়োজনীয় সামগ্রী। মাহফিল ঘিরে পুরো জেলা শহর উৎসবমুখর হয়ে উঠেছে।

মাহফিল আয়োজক কমিটির সদস্যরা জানিয়েছেন, আগত মানুষের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও সেবার ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসন ও আয়োজকদের সমন্বয়ে মঞ্চ প্রস্তুতের কাজ শেষ হয়েছে এরইমধ্যে। ট্রাফিক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে স্থানীয় প্রশাসন।

jagonews24

সরেজমিন দেখা গেছে, মাঠজুড়ে অত্যাধুনিক সব সুবিধার ব্যবস্থা করা হয়েছে। ৫০টি এলইডি মনিটর, সাউন্ড সিস্টেম ও ৪০০টি মাইক স্থাপন করা হয়েছে। মুসল্লিদের জন্য নির্মাণ করা হয়েছে প্রায় দেড় হাজার অস্থায়ী টয়লেট এবং ১২০০টি পানির ট্যাপ। মাঠ ও আশপাশে বসানো হয়েছে শতাধিক সিসি ক্যামেরা।

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নাহিয়ান জানান, শহরে এরইমধ্যে লক্ষাধিক মানুষ প্রবেশ করেছে। ধারণা করা হচ্ছে, শনিবার সকালের মধ্যেই লাখো মানুষ এসে যোগ দেবেন। এর ভিত্তিতেই পুরো পরিকল্পনা সাজানো হয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে আয়োজকদের বৈঠকে জননিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।

পটুয়াখালী জেলা পুলিশের সুপার মো. আনোয়ার জাহিদ জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‌্যাব, আনসার ও সেনাবাহিনীর সদস্যরা মাঠে থাকবেন। পাশাপাশি আয়োজকদের প্রায় আড়াই হাজার স্বেচ্ছাসেবকও মাঠে দায়িত্ব পালন করবেন।

আব্দুস সালাম আরিফ/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।