কালীগঞ্জে পৃথক ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ২৫ জানুয়ারি ২০২৫

গাজীপুরের কালীগঞ্জে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুজনের উদ্ধার করেছে পুলিশ। বাকিজনের মরদেহ পুলিশকে অবহিত না করে নিয়ে গেছে স্বজনরা।

তারা হলেন, আরাফ হোসেন (৪), অজ্ঞাতপরিচয় বৃদ্ধ (৬৫) ও জামাল উদ্দিন (৪৫)। আরাফ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের অলিউল্লাহর ছেলে। জামাল উদ্দিন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের খৈশাইর গ্রামের মৃত শহীদের ছেলে। অন্যদিকে বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, পৃথক ঘটনায় উপজেলার বিভিন্ন স্থান থেকে তিনজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে সেখান থেকে দুটি মরদেহের ব্যাপারে থানাকে জানানো হলে পুলিশ পাঠানো হয়। পরে পুলিশ দুটি মরদেহ উদ্ধার করে। তবে হাসপাতালের জরুরি বিভাগ থেকে একজনের ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফেরদৌসি জানান, পানিতে পড়ে আরাফ নামের এক শিশুক, সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ এবং বিদ্যুৎপৃষ্টে জামাল উদ্দিন নামে এ ব্যক্তিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। এরমধ্যে দুজনের মরদেহ পুলিশ উদ্ধার করে একজনের মরদেহ হাসপাতালের এক স্টাফ নিজের আত্মীয় পরিচয় দিয়ে নিয়ে যান।

আব্দুর রহমান আরমান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।