শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে সড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০২:৪১ পিএম, ২৬ জানুয়ারি ২০২৫
দিনাজপুরের হিলিতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ/জাগো নিউজ

দিনাজপুরের হিলিতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বাংলাহিলি সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ হারুনের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

রোববার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বন্দরের প্রধান সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা এ বিক্ষোভ করে। এতে বন্দরের সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আশ্বাসে দেড় ঘণ্টা সড়ক অবরোধ শেষে কর্মসূচি তুলে নেয় শিক্ষার্থীরা। এর আগে বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা বন্দরের চারমাথা মোড়ে আসে।

শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষকের অপসারন দাবিতে সড়ক অবরোধ

শিক্ষার্থীরা বলে, দীর্ঘদিন ধরে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করা হলেও কোনো সমাধান মেলে না। তিনি ছাত্রীদের শরীরে হাত দেন ও নানা রকম কুপ্রস্তাব দেন। তার বিরুদ্ধে অভিযোগ দিলে হোয়াটসঅ্যাপে গুম করার হুমকি দেন। তাই আজ আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। আমরা চাই দ্রুত প্রধান শিক্ষককে অপসারণ করা হোক।

অবরোধ চলাকালে ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন ইউএনও অমিত রায়। এসময় তিনি বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি দ্রুত এর একটা সমাধান হবে।

মো. মাহাবুর রহমান/এফএ/এমএমএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।