রামেক হাসপাতালে কয়েদির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ১০:৫৯ এএম, ২৮ জানুয়ারি ২০২৫
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়।

মৃত মো. হাদিকুল ইসলাম (৫৪) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার ডাকবাংলো এলাকার মৃত জার্জিস আহমেদের ছেলে। তার কয়েদি নং ২২৫১/এ।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজশাহী কেন্দ্রীয় কারাগারে অবস্থানকালে হাদিউল অসুস্থ হন। কারাগারে অবস্থানকালে হার্ট অ্যাটাক করেন তিনি। তাৎক্ষণিকভাবে কারা কর্তৃপক্ষের মাধ্যমে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমরা ধারণা করছি তিনি হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন। প্রাথমিকভাবে আমাদের কাছে এমনটি মনে হয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়ায় হাসপাতালের মরচুয়ারিতে আছে।

সাখাওয়াত হোসেন/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।