হবিগঞ্জে সৌদি প্রবাসী হত্যা মামলায় ৩৭ জন কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ২৮ জানুয়ারি ২০২৫

হবিগঞ্জে কাজী দীপু (৩৬) নামে এক সৌদি প্রবাসীকে হত্যা মামলায় ৩৭ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেন এ আদেশ দেন।

হবিগঞ্জে সৌদি প্রবাসী হত্যা মামলায় ৩৭ জন কারাগারে

সহকারী সকরারি কৌঁসুলি ফাতেমা ইয়াসমিন বলেন, মামলার ৩৭ আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। কিন্তু হত্যা মামলা হওয়ায় নিম্ন আদালতে জামিনের কোনো সুযোগ নেই। এছাড়া তাদের অনেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে। এজন্য আদালত তাদেরকে কারাগারে পাঠানো আদেশ দিয়েছেন।

জানা যায়, গত বুধবার (২২ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার কালনী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় প্রতিপক্ষের উপর্যুপরি আঘাতে প্রবাসী দীপু নিহত হন। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হন। নিহতের ভাই সজলু মিয়া বাদী হয়ে শনিবার রাতে সদর মডেল থানায় ৬০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।