চুয়াডাঙ্গা স্টেশন

প্ল্যাটফর্মে এসে ফিরে যাচ্ছেন যাত্রীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৬:৫০ পিএম, ২৮ জানুয়ারি ২০২৫

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারাদেশের মতো ট্রেন চলাচল বন্ধ রয়েছে চুয়াডাঙ্গাতেও। সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাত থেকেই চুয়াডাঙ্গা থেকে বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে, অনেক যাত্রী ট্রেনের অপেক্ষায় রয়েছেন। তারা অনেকেই ট্রেন চলাচল বন্ধের খবর জানতেন না। ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চুয়াডাঙ্গা স্টেশনের প্ল্যাটফর্মে এসে ফিরে যাচ্ছেন।

সদর উপজেলার কুতুবপুর থেকে আসা আসাদুল হক বলেন, ‘স্টেশনে এসে জানলাম ট্রেন বন্ধ। আমি ঈশ্বরদী যাওয়ার জন্য এসেছিলাম। বাধ্য হয়ে বাসে করে যেতে হবে।’

সুমন রেজা নামের আরেক যাত্রী বলেন, ‘আমার বোন অসুস্থ। চিকিৎসার জন্য রাজশাহী যাবো। স্টেশনে এসে দেখি ট্রেন বন্ধ। বাসে যেতে গেলে অনেক ভোগান্তি হবে।’

একইভাবে ভোগান্তির কথা জানান যাত্রী মিলন হোসেন। তিনি বলেন, ‘খুলনায় যেতাম অফিশিয়াল কাজের জন্য। ট্রেন জার্নি নিরাপদ। তাই ভেবেছিলাম ট্রেনে যাবো। এখন ট্রেন বন্ধ থাকায় ফিরে যেতে হচ্ছে।’

এ বিষয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন চলাচলের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। যাত্রীরা আসছেন, ফিরে যাচ্ছেন। আজকের যাত্রার টাকা যাত্রীদের রিফান্ড করা হচ্ছে।

হুসাইন মালিক/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।