জামায়াতের ‘দাওয়াতি কাজে’ বিএনপি কর্মীদের হামলা, আহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ৩০ জানুয়ারি ২০২৫
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মারধরের অভিযোগ পাওয়া গেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের বান্টি এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন সাতগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি মোবারাক হোসাইন সোহান ও কর্মী সোহান মিয়া।

আহত মোবারাক হোসাইন বলেন, শনিবার (১ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর উদ্যোগে বান্টি বাজারে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে নারায়ণগঞ্জ মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আ. জাব্বার প্রধান অতিথি থাকার কথা রয়েছে। সম্মেলন ঘিরে স্থানীয় বিএনপির কয়েকজন কর্মী আমাদের হুমকি দিয়ে আসছেন। আমাদের কর্মী সম্মেলন না করার জন্য বলে আসছিলেন। হঠাৎ আমরা কয়েকজন বান্টিতে বসে দাওয়াতি কাজ করার সময় বিএনপিকর্মী রিপন ও মাখনসহ ৭-৮ জন আমাদের ওপর হামলা চালান।

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপিকর্মী রিপন বলেন, ‘আমাদের সঙ্গে জামায়াতের কোনো সমস্যা হয়নি। একটু ভুল বোঝাবুঝি হয়েছে।’

জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক ইলিয়াছ মোল্লা বলেন, ‘আমরা কর্মী সম্মেলনের আয়োজন করেছি। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। আমাদের বাধা দেওয়াটা দুঃখজনক।’

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।