নড়াইলে স্ত্রীকে পিটিয়ে হত্যা


প্রকাশিত: ১২:০৭ পিএম, ১৯ মে ২০১৬
প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে পাষাণ্ড স্বামী নওশের শিকদার। বৃহস্পতিবার বিকেলে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে নেশাগ্রস্ত স্বামী নওশের শিকদার (৪৫) বেপরয়াভাবে স্ত্রী পারুল বেগমকে (৩৮) মারপিট করে। এক পর্যায়ে পারুল মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পরপরই স্বামী নওশের শিকদার পালিয়ে যায়। নওশের শিকদার কার্গো জাহাজে কাজ করে। তাদের দুইটি ছেলে এবং একটি মেয়ে সন্তান রয়েছে।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হাফিজুল নিলু/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।